কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গেলেন তাহসান

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২১, ২০২১, ০৪:৩৯ পিএম

জাতিসং♑ঘের ইউএনএইচসিআর শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। সংস্থার পক্ষ থেকে তিনি রোববার (২০ জুন) কক্সবাজারের রোহিঙ্গা ♛শিবিরে যান তিনি।

পাশাপাশি তিনি কক্সবাজার সদর হাসপাতালে ইউএনএইচসিআরের সহায়তায় আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা ▨কেন্দ্র) রোগীদের জন্য নির্মিত একটি ল্যাবরেটরি উদ্বোধন করেন।

সে অনুষ্ঠানে তাহসান বলেন, “এই আইসিইউটি কক্সবাজারের প্রথম। যা এক বছর আগে তৈরি হয়েছিল💎। শুধু এই এক বছরেই এটি অনেকের জীবন বাঁচিয়েছে। আজকের এই ল্যাবরেটরি সেবা যোগ করার মাধ্যমে আরো অনেক রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করা যাবে। এটি একটি দারুণ উদাহরণ।”

এদিকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলছে, “রোহিঙ্গাদের বিসয়ে বাংলাদেশ সারাবিশ্বের কাছে ইতিবাচক দৃষ্টান্ত হয়েছে। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রায় ৪ বছর ধরে শুধু আশ্রয়ই দেয়নি, এর সাথে জাতীয় ক🐈োভিড-১৯ কার্যক্রম ও টিকাদান কর্মসূচিতেও তাদের যুক্ত করা হয়েছে।”

এদিকে, রোহিঙ্গাদের স্বাস্থ্য অবস্থা ছাড়াও তাহসান তাদের𝓰 সংস্কৃতি ও সাংস্কৃতিক কার্যক্💧রম নিয়ে কথা বলেন।