রুক্মিণীকে নায়ক দেব

‘১৭ বছরে যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০১:৪২ পিএম
দেব ও রুক্মিণী। ছবি: সংগৃহীত

টলিউডের মিষ্টি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দীর্ঘ মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১🀅৭ সালে টলিউডে পথ চলা শুরু 🉐করেছিলেন এই নায়িকা।

প্রথম বছরেই পর পর দুটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এ দেবের সঙ্গে 💖জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর আ๊র পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী।

শিগগিরই আসছে রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিন🧜োদিনী’। বুধবার মুক্তি পেয়েছে সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম গান ‘কানহা’। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ꦰও অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা।

‘বুমেরাং’ হোক বা ‘টেক্কা’ বা ‘বিনোদিনী’, বারবার নিজেকে ভেঙে নতুন করে সামনে আনছেন 𒐪রুক্মিণী৷ বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করে চলেছেন। যা🐼 প্রশংসনীয় বলে মনে করেন দেবও।  

 রুক্মিণীর  কথায়, দেব আমাকে সবসময় বলেন, ‘আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে🔜 দি♈লে।’

আসলে এই ছবির শুটিং যখন শুরু হয় তখন টলিপাড়ায় রুক্মিণীর মাত্র দু বছর হয়েছে। 💧পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন  বলে জানিয়েছেন রুক্মিণী।

আসলে দেব নিজেকে ভেঙে♈ অন্যধারার ছবি করতে ক্যারিয়ারে কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি,🐲 তাই প্রেমিকার প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও।

রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই এই বিশেষ গানের নাচ শেখা শুরু করেন তিনি। অনেকেই ভয় পেলে𝔍ও অভিনেত্রী🎃 থামেননি৷

গানের শুটিংয়ের ক্ষেত্রেও নানা♒ বাধা এসেছে, এসব কিছুর পর অবশেষে গানটি মুক্তি পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।

৫ মিনিটেরও 🎃বেশি বড় হওয়ায় প্রথমে গানটি ছোট করার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান।