রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে তৃপ্তির জীবনে কাল হয়ে দাঁড়াল?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১১:২০ এএম
তৃপ্তি দিমরি । ছবি: সংগৃহীত

অভিনেত্রী তৃপ্তি দিমরি। গেল বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চার্চায় ছিলেন এই নায়িকা। আগে কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ‘অ্যানিম্যাল’র সুবাদেই লাইমলাইটে উঠে আসেন তিনি। এতেꦏ 🎉রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বিতর্কের কেন্দ্রেও উঠে আসেন এই অভিনেত্রী। এবার সেই দৃশ্যই নাকি তার জীবনে কাল হয়ে দাঁড়াল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক-তৃপ্তির রোমান্স দেখেছে দর্শক। এই সিনেমার পর ‘আশিকি ৩’ দিয়ে ফের 𝓡জুটি বাঁধার কথা ছিল। কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন, এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিম্যাল’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি কার্তিক অভিনীত এই ছবি থেকে বাদ পড়েছেন তিনি।

জুমের শেয়ার করা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মাতারা স্পষ্ট অনুভব করেছেন বর্🌃তমানে তৃপ্তির যা ইমেজ তাতে বিশুদ্ধ প্রেমের গল্পে তিনি খাপ খাবেন না। ‘আশিকি ৩’ সিনেমার নায়িকা হওয়ার মৌলিক প্রয়োজনীয়তা হল স্বচ্ছ ইমেজ। সম্প্রতি তৃপ্তি দিমরি যেসব সিনেমায় অভিনয় করেছেন তাতে তিনি এই সিনেমার নায়িকা হওয়ার জন্য যথার্থ নন।

এই যুক্তি মেনে নেটিজেনরা এখন নীতেশ তিওয়ারির পরবর্তী সিনেমা রামায়ণে ভগবান রা🐠মের চরিত্রে রণবীর কাপুরের কাস্টিং নিয়েও প্রশ্ন তুলছেন।

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ যাওয়ার পরই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। তবে এখনো কারো নাম চূড়ান্ত হয়নি। তবে কার্তিকের সঙ্গে শর্বরী এই ছবিতে জুটি বাঁধতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সূত্র: হিন্দুস্থ𒆙ান টাইমস।🎃