চবিতে ভিসি নিয়োগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৪:১৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার♓্য নিয়োগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন𝕴।

ꦦইসলামিক স্টাডিস বিভগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর ভিসিদের পদত্যাগে বাধ্য করেছি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠཧান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনো ভিসি নিয়োগ হয়নি। ক্যাম্পাসে কোনো প্রশাসন না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে দিনেও নিরাপদ না, রাতেও নিরাপদ না।”

খালেদ আরও বলেন, “আমরা কেন বিশ্ববিদ্যালয়ের কোনো অভিভাবক পাচ্ছি না? আমরা কেন ভিসি পাচ্ছি না? লকಞডাউনে আমাদের পড়াশো🃏নার অনেক ক্ষতি হয়েছে। এই ফ্যাসিবাদ সরকারের জন্য আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না দিয়ে কি আমাদের বাকি জীবন নষ্ট করতে চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতে পারলে চবিতে কেন পারবেন না? আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরে যেতে চাই।“

আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, “আজ আমাদের এখানে অবস্থান নেওয়ার কথা ছিল না। দুই দিন আগে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়ে এক দফা দাবিতে ২ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম যা গতকাল (১০ সেপ্ট♔েম্বর) শেষ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমাদের আবার জিরো পয়েন্ট মানববন্ধন কর্মসূচি দিতে হয়েছে। আমরা চাই ক্লাসে ফিরে যেতে, আমরা চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে। কারণ বেকারত্বের অভিশাপ আর কেউ নিতে পারছে না।”

রিয়াদ আরও বলেন, “চট্টগ্রা🐼ম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী খেটে খাওয়া পরিবারের সন্তান। তারা জানে সংগ্রাম কী, প্রতিটি পরিবার তাদের মুখাপেক্ষী হয়ে আছে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আশা রেখেছিলাম এবং এখনো আশাবাদী, যেহেতু আমারা তাকে ভরসা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের ভিসি নিয়োগ দেবেন।”

এর ꧙আগে রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অন্তর্বর্তী সরকারকে দুই দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।