জবি শিক্ষার্থী সাজিদের মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪, ০৪:১৬ পিএম
শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে ৪ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী একরামুল হক সাজিদ। বুধবার (১৪ আগস্ট) দুপ✤ুরে ঢাকার সিএমএইচে তিনি মারা যান।

একরꦛামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনꦑ সিস্টেম বিভাগের (১৪তম ব্যাচ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাজিদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনের বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ♐এ মৃত্যুতে শেখ হাসিনাকে দায়ী করা হয়।

বিক্ষোভ মিছিলে, ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি 🀅চাই’সহ নানা ধরনের স্লোগান দেন শিক্ষার্থীর✨া।

বিক্ষোভকারী শিক্ষার্থী তানজিল বলেন, “এই খুনি হাসিনার জন্য আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র ಞঝরে গেল। আমরা এর বিচার চাই। হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে।”

[95209]

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী জুবায়ের ইসলাম বলেন, “আমাদের ভাইয়ে♍র হত্যার বিচার চাই। এই হত্যার জন⛎্য একমাত্র হাসিনায় দায়ী।”