শিক্ষার্থীদের দখলে রাবি, পিছু হটল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৫:৪৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের🔴 মুখে পিছু হটেছে ছাত্রলীগ। এর আগে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দ🐼িকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে জড়ো হতে থাকেন। এসময় রাবির প্রধান ফটকের কাছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রাবি শাখা ছাত্রলীগের সংঘর্ষ হয়।

এর আগে রাবির প্রতিটি হলের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে রাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা সেই তালা ভেঙে ফেলে এবং তারা একত্রিত হয়ে লাঠি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের তালা ভেঙে ফে🍷লে এবং হলে থাকা মোটরসাইকেল ও সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই হলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবস্থান করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক 🌠সুলতান-উল-ইসলাম বলেন, “আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তারাও শিগগিরই ব্যবস্থা নেবে।”