চবির বন্ধ হলে ‘সিট দখল’ নিয়ে দুই গ্রুপের মারামারি

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৫:২১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বন্ধ আবাসিক হলের সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই🦄 গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে দুজন আহত হ🌜য়েছেন।

আহত দুজন হলেন ২০১৯-২০ শিক্ষার্বষের 🌜শিক্ষার্থী সাব্বির ও সীমান্ত। তারা একই সেশনের দর্শন বিভাগের ছাত্র।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী হলের এ ঘটনায় আহত দুজনকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্ট🙈ারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ে।

ছাত্রলীগের একাকার গ্রুপꦬের নেতা সালেহ আকরাম বাপ্পি বলেন, “গভীর রাতে আমাদ💮ের জুনিয়র কর্মীদের ওপর ভিএক্স কর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় আমাদের দুই জুনিয়র কর্মী তাদের হামলায় আহত হয়েছে। রোববার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।”

ভিএক্꧒স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, “কক্ষ দখলসংক্রান্ত কোনো ঝামেলা হয়নি। আমাদের প্রথম বর্ষের কিছু কর্মী রাতে সোহরাওয়ার্দী মোড়ে জড়ো হয়েছিল। পরে বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি আমাদের সিনিয়রা মীমাংসা করে দিয়েছেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, “জুনিয়র ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। দুইজন আহত হয়েছে। তবে এখᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚন সবকিছু🦂 স্বাভাবিক।”

এর আগে গত ১৮ সেপ্টেম্বর🍃 রাতে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার অভিযোগ ওঠে। তাৎক্ষণি🔥ক প্রক্টরিয়াল বডি ও পুলিশ এসে বিষয়টি মীমাংসা করে। তবে ওই সময় কেউ আহত হয়নি।