রাবির শাহ্ মখ্দুম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক রুহুল আমিন

রাবি প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২২, ০৯:১৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখ্দুম হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন। তিনি আগামী তিন 𝓰বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।

রোববার (১৫ মে) দুপুরে শাহ্ মখদুম হলের প্রভোসꦗ্ট কক্ষে বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. আরিফুর রহমানের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, “আমার ওপর অপির্ত দায়িত্ব যথাযথভাব🅷ে পালনের ﷽চেষ্টা করব। সবার সহযোগিতায় হলের সার্বিক উন্নয়ন ও আবাসিক শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করব।”

এ সময় আইবিএ’র সহকারী অধ্যাপক ও হলের আবাসিক শিক্ষক মীর মোকাদ্দেস আলীর সঞ্চালনায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসে🦩ন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক আব্দুল আলিমꦫ ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।