সরকার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছে🧸ন, “সরকার নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করবে এতে কোনো সন্দেহ নেই। আগামী জাতীয় সংসদ নির্ব🦂াচন বর্তমান সরকারের অধীনেই হবে।”
বুধবꦬার (১১ মে) দুপুরে সাভারের বিরুলিয়ায় ইউনিয়নের খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের আয়োজনে এসইডিসি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপ♛ি আন্দোলনে ব্যর্থ হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “বিএনপি নেতারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের মানুষে♈র ভাগ্য বদলের দল। তাই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায়। জোর করে নয়।”
তিনি আরও বলেন, “করোনাকালীন শিক্ষার্থীদের যে ক্ܫষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।”
এ 𒐪সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক 💎শিক্ষা বিভাগের আবু বক্কর ছিদ্দীক, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ আরও অনেকে।