মার্চেই ৪০তম বিসিএসের ফল 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:৫৮ পিএম
ফাইল ছবি

আসছে মার্চ🦂ের মধ্যে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যম൲কে এ তথ্য𓆏 জানায়।

সূত্রটি জানায়, রাজধানী꧒র আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের পিএসসির প্রধান কার্যালয়ে ৪০তম বিসিএসের মৌখিক পরী🐓ক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত নেওয়া হবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশে এগিয়ে যাবে পিএসসি।

এ বিষয়ে গণমাধ্যমকে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, “৪০তম বিসিএসের মৌখিক পরীক𒉰্ষা শেষে মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

এর আগে ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের🀅 বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছি🅘লেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। 

এর মধ্যে ৩ লাখ ২৭ হাজার পরীক্ষা দিয়েছেন। ত💎াদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে মোট এক হাজার ৯৬৪ জন উত্তীর্ণ হয়েছেন।