বুথে টাকা না থাকায় নিরাপত্তাপ্রহরীকে মারধর

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:৪১ পিএম

নড়াইলে ইসলামী ব্যাংকের এটি𝓰এম বুথে টাকা না থাকায় নিরাপত্তাপ্রহরী মোতাহার হোসেনকে (৪০) মারধর করার অভিয🌠োগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২০ সেপ🅰্টেম্বর) দুপুরে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনꦡিয়নের সিঙ্গিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সদর থ🎀ানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত মোতাহার হোসেন।

মোতাহার হোসেন হবখালী ইউﷺনিয়ের কাগজী পাড়া এলাকার মৃত মোকসেদ মৃধার ছেলে।

জানাগেছে,𝄹 শুক্রবার দুপুরে সদর উপজেলার কোমꦛখালী গ্রামের মোজাফফর মোল্যা ও তার ছেলে লিটন মোল্যা সিঙ্গিয়া বাজারের ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে আসেন। কিন্তু এটিএম বুথে সাময়িক সময়ের জন্য টাকা না থাকায় মোতাহারকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে মোতাহারকে চড়-থাপ্পড়, কিলঘুষি মেরে ঘটনাস্থল থেকে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন মোতাহারকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

সিঙ্গিয়া বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ম্যানেজার মো. ইমদাদুল হক জানান, শুক্রবার দুপুরে সিঙ্গিয়া বাজারে ব্যাংকটির 𓆏নিচে থাকা এটিএম বুথে লিটন মোল্যা নামে এক ব্যক্তি টাকা তুলতে আসে। এ সময় বুথে টাকা না থাকায় সিকিউরিটি গার্ডকে মেরে আহত করেন। এ ঘটনায় থানায় একটি লিখওিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,꧟ অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ব্যবস্𓆏থা নেওয়া হবে।