কমিউনিটি ক্লিনিকে গণটিকা কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:৫৫ পিএম
ছবি: সংবাদ প্রকাশ

নীলফ𒅌ামারী জেলার ডোমার উপজেলায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক কোভিড -১৯ গণটিকা কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) উপজেলায় গণটিকা কর্মসূচির শ𒐪ুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প: করꦯ্মকর্তা ডা. মো. রায়হান বারী।

ডা. মো. রায়হান বারী ✨বলেন, “করোনার প্রথম ডোজ সিনোফার্ম ডোজ ম্যাসেজ ছাড়াই ডোমার উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০টি কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ এর অনলাইন কার্ড দিয়ে গণটিকা দেওয়া হচ্ছে।” 

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. আব🔯ুল আলা, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) মো. বেলাল উদ্দিন, এমটি ইপিআই মো. হাবিবুর রহমান, JANO প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ, স্যানিটারি ইন্সপেক্টর🌳 মো. আল আমিন রহমানসহ প্রমুখ।