মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত ২

শেরপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:৩৪ এএম

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছ❀েন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। সংঘর্ষের সময় পাঁচটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন🌺 গৌরীপুর মহল্লার হাফেজ আজাহার আলীর ছেলে আশরাফুল আলম মিজান ও মিন্টু মিয়ার ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)।

স্♚থানীয় সূত্রে জানা গেছে, শহরের গৌরীপুর মহল্লা এবং খোয়ারেরপার এলাকার শাপলা চত্বরে দুই দল কিশোরের মধ্যে তর্কাতর্কির জেরে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে দুই মহল্লার লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া করেন দুই মহল্লার লোকজন। এতে প্রতিপক্ষের পিটুনিতে আশরাফুল আলম মিজান গুরুতর আহꦓত হন। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় আরিফুল ইসলাম শ্রাবণের।

জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গ🐟িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।