অস্ত্রসহ গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রীর ছেলে

পাবনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:৫০ এএম

পাবনার ঈশ্বরদী থেকে সাবেক 💖ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটꦜালিয়ন (র‌্যাব)।

শুক্রব♉ার (৬ সেপ্টেম্বর)♔ সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্𓆉প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলার আসামি তিনি।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকালে তমালের কাছে ༺একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার💝 ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়।

তমাল ঈশ্বরদী উপজেলা যুবলী🍸গের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার💖 পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।