অটোরিকশা উল্টে নিহত ১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৪, ০৭:০৭ পিএম

নওগাঁর আত্রাইয়ে সিএনজি🧔চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্🌳জয় কুমার (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে ন‌ওগাঁ-নাটোর মহাসড়কের উপজেলার শিমুলিয়া রেলগেট এল🌞াকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় কুমার রাজশাহী জেলার বাঘা থানার বলিহার গ্রামের বাসিন্দা।꧅ তিনি উপজেলায় আইডিএফ নামক একটি এনজি🦩ওতে চাকরি করতেন।

আহতরা হলেন মিম (২২), সাইদী (৭) এবং অটোরিকশা চালক মাহামুদুল হক (৫০)। তাদের উদ্ধার করে উপজেলা 🥂স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দোকানদার জুয়েল বলেন, “আমি দোকানেই ছিলাম। আত্রাইয়ের দিক থেকে আসা একটা ইট ভাঙার গাড়ি শিমুলিয়া রেলগেট পার হচ্ছিল। এ সময় তার পেছনে থাকা‌ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। একজন যাত্রী♉ মারা হয়।”

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মইনুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত পেয়েছি এবং আহতদের উপজেলা স্বাস🔯্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত ব্যক্তিকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে।”

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযোগ 𒁏পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”