শিমুলিয়া-বাংলাবাজার রুটে স্পিডবোট চলাচল শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৫:২৪ পিএম

শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকা♒ন্দি নৌরুটে পুনরায় শুরু হলো স্পিডবোট চলাচল।

দীর্ঘ ১৫৭ দিন বন্ধ থাকার পর অবশেষে নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর থেকে এ চলাচল শুরু হয়। এ উপলক্ষে 🍰স্পিডবোট পন্টুনে মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জান🐼িয়েছে, এ নৌরুটে চলাচলকারী অনিবন্ধিত স্পিডবোটের নিবন্ধন, চালকদের যোগ্যতা সনদ ও রুট পারমিট দেওয়📖ার পর স্পিডবোট চলাচলের অনুমতি দেয়।

এই রুটে ১০১টি স্পিডবোট সꦛꦯচল করা হয়েছে। শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় বেশকিছু স্পিডবোট।

বিআইডব্লিউটিএ’র শি✃মুলিয়া ঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহ-পরিচালক শাহাদাত হোসেন জানান, নিবন্ধনের জন্য ১৪৫টি আবেদন পাওয়া যায়। কাগজপত্র সঠিক থাকায় ১২৬টি স্পিডবোটের নিবন্ধন দে♏ওয়া হয়েছে।

শাহাদাত হোসেন আরও বলেন, রুট পারমিট পেয়েছে ১০১টি। শিমুলিয়াঘাট থেকে ৫৩, বাংলাবাজারঘাট থেকে ২৯ এবং মাঝিরকান্দিঘাট থেকে ১৯টি স্পিডবোটকে চলাচলের অনুমতি দেওয়ওা হয়েছে।

স্পিডবোট চালকদের বিষয়ে তিনি বলেন, চালকরাও আবেদনকারী করেছেন। তাদের মধ্যে ১২০ জন চালক যোগ্যতা সনদ পেয়েছেন। ৯ জন ডোপ টেস্টে পজিটিভ, 🦄কাগজপত্রে ত্রুটি ও পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় স🍎নদ পাননি।