কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড গু♐লিসহ শাহিন (৩০) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ🧸।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ভৈরব থানাধীন পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের কালিপুর দক্ষিণ পাড়া থেকে꧅ শাহিনকে আটক করে🐈 ভৈরব নৌ থানা-পুলিশ।
আটক শাহিন মিয়া পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কালিপুর উত্তর൩ পাড়ার সিরাজ মিꦡয়ার ছেলে।
ভৈরব নৌ পুলিশ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, কালিপুর দক্ষিণ পাড়া থেকে মঙ্গলবার রাত সোয়া ১২টায় শাহিন মিয়াকে আটক করে পুলিশ। শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় 🐠একাধিক মামলা রয়েছে। সকালে ডাকাতের বিরুদ্ধে মামলা দিয়ে ক🌠িশোরগঞ্জ জেলখানায় পাঠানো হবে।