গ্রামটির নাম ভন্ডগ্রাম। এ নামেই রয়েছে স্কুল, হাট-বাজার, কমিউনিটি ক্লিনিকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নিজের গ্রামে🍎র নাম বললেই হাসিঠাট্টা, কটাক্ষ ও বিদ্রূপের শিকার হতে হয় গ্রামবাসীকে। এমন কটাক্ষ থেকে বাদ পড়ে না স্কুলের শিক্ষার্থীরাও। গ্রামটির নাম পরিব🔴র্তন করে নতুন নাম দেওয়ার দাবি এলাকাবাসীর।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম ভন্ডগ্রাম। গ্রামটিতে রয়েছে প্রাথমি༺ক, মাধ্যমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, সুজলা-সুফলা ফসলে মাঠ আর চারপাশ সবুজের সমারোহ। সকাল বেলা গবাদিপশু সহ কৃষক-কৃষাণীর মাঠে বেড়িয়ে যাওয়া, শিক্ষার্থীদের স্কুলে 🐼আসা-যাওয়া, তপ্ত দুপুরে বয়ে যাওয়া ছোট নদীতে কিশোরদের গোসল আর বিকেলে গ্রামে বসা হাটে চলে কেনা-বেচা। একটি আদর্শ গ্রামের যা বৈশিষ্ট্য তার সবকিছুর যেন উদাহরণ গ্রামটি।
তবে গ্রামটির নাম নিয়ে জটিলতার শেষ নেই। নিজের নাম বা পেশার পরে গ্রামের নাম বললেই কট൲াক্ষ আর উপহাসের সম্মুখীন হতে হয় এলাকাবাসীকে। গ্রামের নাম বললেই ‘ভণ্ড’ বলে সম্বোধন করে বসেন অনেকে। যদিও কী কারণে এর নাম ভন্ডগ্রাম হল তা জানেন না এলাকার কেউও। গ্রামের এমন নাম প্রভাব ফেলছে পড়াশোনা, চাকরি, কৃষি, ব্🃏যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে।
শিক্ষক শাহজাহান আলী বলেন, পড়াশোনা ও চাকরির🌠 ক্ষেত্রে নিজের🐼 পরিচয় দিলে উপহাস করেন অন্য প্রতিষ্ঠানের সহকর্মীরা। নিজের প্রতিষ্ঠানের নাম শুনলেই দৃষ্টিকটু চোখে সম্বোধন করেন সকলে।
শিক্ষার্থী রাকিব𒅌 বলেন, “উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাইরে গেলে আমাদের গ্রামের নাম বলতে প্রভাব ফেলে নতুন বন্ধু বান্ধবদের মধ্যে।”
ফারুক হোসেন নামের একজনꦜ বলেন, “আমাদের বি🔯পাকে পড়তে হয় নিজের জন্মস্থানের নাম বলতে। আর কেন ভন্ডগ্রাম নাম হলো তা জানেন না এলাকার কেউও। নামটি বদলে গেলে জন্মস্থানের পরিচয় দিতে সম্মানিত বোধ করবো আমরা।”
নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারী বলেন, “আমি এলাকার সবার সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নাম ঠিক করে ঊর্🌊ধ্বতন সকলকে নাম পরিবর্তনের জন্য আবেদন জানাব।”