পাহাড়ের চূড়া থেকে পড়ে হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৫:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ের পাদদেশে পানির ছড়া 🃏থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় ꦫবিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম।

এসপি তারিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৭টায় টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৬ (শালবাগান) তারকাটার বেষ্টনীর বাইরে আনুমানিক ৫০০ গজ পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি মৃত হাতি দেখা যায়। বন্য হাতি মৃত্যুর খবর ক্যাম্প এলাকায় ছড়িয়ে পড়লে🍨 উৎসুক সাধারণ রোহিঙ্গারা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শালবাগান এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়।

এসপি তারিকুল ইসলাম আরও  জানান, ধারণা করা যাচ্ছে, বন্য হাতিটি অনুমান তিন-চার দিন আগে পাহাড়ের চূড়া থেকে পড়ে পানির ছড়ার মধ্যে মারা যায়। এ ব্😼যাপা✱রে শালবাগান এপিবিএন কর্তৃক সংশ্লিষ্ট বন বিভাগকে অবহিত করা হয়েছে।

এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই ক্যাম্পের পাহাড়ের ঝিরিখাল থেকে আরও একটি মৃত হাতি উদ্ধার করেছিলেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা🃏।