পদ্মায় ফের ভাঙন শুরু

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৮:৪০ পিএম

পদ্মার পদ্মার♎ পানি কমার সঙ্গে সঙ্গে 𝓀রাজবাড়ী অংশে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে রয়েছে পদ্মাতীরবর্তী অঞ্চলের মানুষ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকেই সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর এলাকায় ভাঙন&nb🍌sp;শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, ইতোমধ্যে আজ (বুধবার) ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় ৭০ মিটার এলাকার সিসি ব্লক নদীগ🌃র্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে ঝুঁকিতে রয়েছে ভাঙন এলাকার ১০ গজের মধ্যে থাকা চর সিলিমপুর সরকারি প্রাথমিক ব🅺িদ্যালয়।

স্থানীয় বাসিন্দা নাসরিন আক্তার বলেন, “🌞ভোর থেকেই যেভাব ভাঙন শুরু হয়েছে। এতে করে আমাদের ঘর-বাড়ি সব নদীতে চলে যাবে। আমরা গরিব মানুষ। কয়েকবার নদীতে আমাদের ঘর-বাড়ি চলে গেছ🧸ে। এটাই এখন আমাদের শেষ ভরসা।”

আরেক স্থানীয় বাসিন্দা আফসার আলী বলেন, “নদীর পাড়ের মানুষের দুঃখ আজীবনের। ভাঙনে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের দেখার কেউ নাই। পানি উন্নয়ন বোর্ড দেখি শুধু বস্তা🐎র পর বস্তা ফেলে কিন্তু ভাঙন থামে না।”

চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমান আলী ফকির বলেন, “গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার পর আমরা স্কুলের কার্যক্রম শুরু করি। আমাদের শিক্ষার্থীরা বিদ্যালয়ে🎶 এসেছিলো। কিন্তু আজ ভোর থেকে ভাঙন দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক দিয়েছে। ফলে আজ উপস্থিতি একবারেই কম। আমাদের যে বিল্ডিংটি রয়েছে সেটি নদীগর্ভে বিলীনের শঙ্কা করছি। পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই হয়তো স্কুলটি নদীগর্ভে চলে যাবে। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি দ্রুতই ব্যবস্থা নিয়ে স্কুলটি রক্ষার জন্য।”

বিদ্যালয়ে পড়ুয়া ৫ম শ্রেণির নাসিমা বলেন, “আমাদের স্কুলের বিল্ডিংটি নদীতে চলে গেলে আমাদে🍸র পড়াশোনার ক্ষতি হবে।”

একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রুহুল বলেন, “আমাদের এই স্কুলটা রক্ষা করা খুবই প্রয়োজন। ন✅া হলে আমরা কোথায় পড়াশোনা করবো।&rdquo🌳;

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোꦚন&nbs♑p;বন্ধ পাওয়া যায়।