ঢল ও জোয়ারে ফেরিঘাট নিমজ্জিত, যাত্রীদের দুর্ভোগ

ভোলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:৪৩ পিএম

উজান থেকে নেমে আসা ঢলে এবং মেঘনার জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা ফেরি ও লঞ্চঘাট। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চ কিংবা ফেরির পন্টুনে ঝুঁক𒀰ি নিয়ে পার হচ্ছেন যাত্রীরা।   

দিনে দুইবার অন্তত ৬ ঘণ্টা জোয়ারের পানিতে ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাট থেকে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো যানবাহন। পাশাপাশি জোয়ারের পানির চাপ ও ডুবোচরের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারছে না কোনো যানবাহন বা পণ্যবাহী ট্রাক। এতে চরমভাবে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিক🌸রা। 

ভোলা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আখতার জানান, মেঘনার পানি ২৭৫ 💙সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে মেঘনার পানি বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।&nbꦕsp;

সরেজমিন রোববার দুপুরে ইলিশা ফেরি ঘাটে গেলে দেখা যায়, লঞ্চ ঘাটের পন্টুন থেকে উঠতে ও নামতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। জোয়ারের পানির কারণে সিঁড়ি ডুবে যাওয়ায় বিড়ম্বনায়🐼 পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। হাঁটু পরিমাণ পানিতে ভিজে ঘাট থেকে ওঠা-না🦩মা করতে হচ্ছে তাদের। 

যাত্রী আশরাফুল হক জানান, 🐻লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে তিনি ভোলার ইলিশা ঘাটে এসে🍌ছেন। কিন্তু পুরো ঘাট প্লাবিত হওয়ায় ভিজে হয়েছে। একইভাবে সব যাত্রীকে কষ্ট করে ওঠা-নামা করতে হচ্ছে।

অপরদিকে, একই অবস্থা ইলিশা ফেরি ঘাটের।🏅 জোয়ারে পানিতে অন্তত তিন/চার ফুট পানিতে ডুবে আছে গ্যাংওয়ে। এতে যানবাহন ওঠা-নামা বন্ধ থাকায় ফেরি থেকে হাঁটু পানিতে নেমে ভিজে পন্টুনে উঠছেন যাত্রীরা। আবার কেউ কেউ নৌকায় করে উঠছেন।   

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের দীর্ঘতম নৌরুট ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। কিন𓂃্তু ঘাটে জোয়ারের পানির কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। দুপুর থেকে ঘাটে যানবাহন ওঠা-নামা করতে পারছে না। এতে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারছে ন🌜া যানবাহনগুলো। 

পণ্যবাহী ট্রাক চালক জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি ভোর রাতে ফেরি ঘাটে এসেছেন। কিন্তু জোয়ারের পানিতে দীর্ঘ যানজট থাকায় বিকেল পর্♑যন্ত ফেরিতে উঠতে পারেননি। শুধু জামাল নয় এমন অভিযোগ আরও অনেকের। ফেরি চলাচলে বিলম্ব হওয়ায় ভোগান্তির পাশাপাশি থাকা খাওয়া বাবদ বাড়তি টাকা ব্যয় হচ্ছে বলে জানান তারা। 

ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিসের মেরিন অফিসার মো. হারুনুর রশিদ জানান, ডুবোচর ও পানির প্রবল স্রতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া জোয়ারের পানিতে প্☂রতিদিন অন্তত ৬ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। এܫতে করে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলেও তিনি স্বীকার করেন।