রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার একটি গ্রাম সাঁকোয়া। সাঁকোয়া শুধ꧙ু একটি গ্রামই নয়, রাজশাহী তথা দেশের অন্যতম বধ্যভূমি। পুরো গ্রামে একাত্তরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা, তা কল্পনাকেও হার 🥃মানায়।
সারা দেশের মতো ১৯৭১ সালে মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রামে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ হলেও এ গ্রামের মতো এত মানুষের আত্মাহুতি দিতে হয়নি কোথাও। এখানে পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ করতে গিয়ে শতাধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছেন। অথচ স্ব♍াধীনতার ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পার হয়ে গেলেও এ গ্রামে শহীদদ𒁃ের স্মরণে এখনো নির্মিত হয়নি কোনো স্মৃতিফলক কিংবা স্মৃতিস্তম্ভ।
মোহনপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. স𝔉িদ্দিকুর রহমান বলেন, ১৯৭১ সালের দেশজুড়ে চলছে যুদ্ধের দামামা। পাকিস্🌺তানি বাহিনী সাঁকোয়া গ্রামে ক্যাম্প তৈরি করে উপজেলার সাধারণ মানুষদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে গণকবর দিয়েছিল।
কিন্তু স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও অযত্ন আর অবহেলায় পড়ে আছে সাঁকোয়া গ্রাম🌊ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়ি♚ত এই বধ্যভূমিটি। শহীদদের স্মরণে এখনো নির্মিত হয়নি কোনো স্মৃতিফলক কিংবা স্মৃতিস্তম্ভ। ঝোপ-ঝাড়ে ভরে গেছে বধ্যভূমিটি। কখনো গরু ছাগল বিচরণ করতে দেখা যায়।
এ ব্যাপারে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, জায়গার সমস্যার কারণে বধ্যভূমি নির্মাণ করা সম্ভব হয়নি। জেলা প্রশাসকে🌠র মাধ্যমে জ✃মি অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করার পর সেটি অনুমোদন করা হয়েছে।