সপ্তাহে আড়াই মণ মধু সংগ্রহ করছেন সুমন আলী

এম এম মামুন, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ১১:৫৮ এএম

রাজশাহীতে মধু চাষে ঝুঁকছেন তরুণরা। মধু চাষ করে ভাগ্য বদলের সঙ্গে সঙ্গে স্বাবলম্বী হচ্ছেন ত♏ারা।

রাজশাহী গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ গ্রামের যুবক সুমন আলী। একসময় ছিলেন কাঠমিস্ত্রি। এরপর ২০১৩ সাল থেকে🐟 সরিষাক্ষেতে মধু চাষ করছেন। মধু চাষ করেই সুমন এখন স্বাবলম্বী। মধুচাষ করেই নিজের বাড়িটিও পাকা করেছেন। এবারও আশা করছেন আড়াই থেকে তিন লাখ টাকার মধু বিক্রির।

মধুচাষি সুমন জানান, রাজশাহীর বিসিক এলাকা থেকে মধু সংগ্রহরে বাক্স তৈরি করে আনেন। এরপর 🍨মধু সংগ্রহের ট্রেনিং নিয়ে চাষ করা শুরু করেন। এবারও ৫০টির বেশি বাক্স বসিয়েছেন। গড়ে প্রতি সপ্তাহে তিনি আড়াই মণ মধু সংগ্রহ করছেন।

সুমন বলেন, “আমাদের এখনকার উৎপাদিত মধুগুলো ২১ ☂থেকে সাড়ে ২২ গ্রেডের হওয়ায় স্থানীয় ও মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের সব খরচ বꦜাদ দিয়ে গড়ে প্রতি মৌসুমে আড়াই থেকে তিন লাখ টাকার মধু বিক্রি হয়।”

রাজশাহীর চারঘাট উপজেলার ফকিরপাড়া গ্রামের উত্তরপাড়ায় মৌচাষ করছেন মো♏. মমিন, নারায়ণ মন্ডল, হৃদয় মন্ডল, রুবেল, আলিম।

ম🐷ৌচাষি মো. মমিন বলেন, “নাটཧোর এলাকা থেকে রানি মৌমাছি সংগ্রহ করে এবার ২০টি বাক্সে মধু চাষ করছি। প্রতিটি বাক্সে ৫টি করে চাক আছে। এগুলো থেকেই গতবার ভালো আয় হয়েছে। এবারও ভালো লাভের আশা করছি।”

রাজশাহ🍌ীর পবা উপজেলার দারুশার কইকুঁড়ি এলাকার রেজাউল করিম স্বাধীন দীর্ঘ ২২ বছর ধরে একাধারে মৌমাছি চাষ ও মধু বিক্রি করছেন। তিনি মধু চাষ করে আজ লাখপতি। সারা বছর মধু ব🐬িক্রি করে তিনি প্রায় সাড়ে ৭ লাখ টাকা আয় করেন।

মমিন, সুমন ও স্বাধীন নয়, রাজশাহীতে এখন অন্তত ৫০ জন তরুণ মধুচ🐎াষি মধু চাষ করছে। কম খরচে মধু উৎপাদন করে আয় করছেন লাখ লাখ টাকা। এতে করে ভাগ্য বদল ও স্বাবলম্বী হচ্ছেন বেকার তরুণরা। একদিকে বাণিজ্যিক♔ এই মধু আহরণে মৌচাষিরা যেমন লাভবান হচ্ছেন, পাশাপাশি বাড়ছে সরিষা উৎপাদন।

রাজশাহী কৃষি বিভাগের তথ্যমতে, রাজশাহীতে এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। যেখ꧑ানে এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ২৫০ হেক্টর। সেখানে রাজশাহী জেলাতে সরিষা চাষ হয়েছে ৪২ হাজার ৫৫০ হেক্টর জমিতে। এসব জমিতে ৬৭ হাজার ৫০০ মেট্রিক টন সরিষা উৎপান হতে পারে বলে 🎶ধারণা করছে কৃষি বিভাগ।

রাজশাহীতে এবার প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৪০২টি মধু চাষের বাক্স স্থাপন করা হয়েছে। এসব বাক্স থেকে ৪০ হাজার ৮০০ কেজি মধু উৎপাদন হতে পারে। এখন পর্যন্ত ১২ হাজার ২৩০ কেজি মধু সংগ্রহ 🍃করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার মৌচাষি এসে মধু সংগ্রহ করছেন।

এদিকে মৌ চাষ শুরু হওয়ার পর সরিষার ফলন বিঘা প্রতি 𒐪৩ থেকে ৪ মণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষি বি𓄧ভাগ।

🌠রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসুদেবপর বিলেඣ মধু সংগ্রহ করছেন মজিদ আলী। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। তিনি বলেন, “আমাদের এখানে প্রতিটি বাক্স থেকে সপ্তাহে প্রায় ৩ থেকে ৫ কেজি মধু উৎপাদন হয়। সরিষা চাষের সময় আমাদের মূল সময়। এই সময়েই বেশি মধু উৎপাদন হয়। এ ছাড়া লিচু, ধনিয়া ও কালোজিরা চাষের সময় মধু উৎপাদন হয়।”

মজিদ বলেন, “আমার গড়ে প্রতি কেজি পাইকারি দরে ২৫০ থেকে ৩০০ টাকা𝕴 দরে বিক্রি করি। আর স্থানীয়দের কাছে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করಞি।”

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, “রাজশাহীতে আমরা সরিষা চাষ বাড়িয়েছি। যে কারণে মৌ বাক্সও বাড়ছে। অনেক চাষিরা জমির পাশে বসতে দিতেন না। আমরা তাদের ম🦂টিভেশন করেছি। মধু চাষের কারণে সরিষারও ফলন ২৫ শতাংশ বেড়ে যায়। এটি একটি উইন উইন গেম। প্রতিবছরই মধুচাষির সংখ্যা বাড়ছে। বিশেষ করে তরুণরা। কিছু প্রবীণ মধু চাষিও আছেন। কম খরচে লাভজনক এই চাষের কারণে এতে তরুণরা ঝুঁকছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন।”