এক টাকার পুরিতে মজেছে খালিশপুর

সাব্বির ফকির, খুলনা প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৮:৪৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে খুলনার একটি খাবার হোটেলে দেখা মিলেছে এক টাকার পুরির ও দুই টাকার সিঙ্গারার। অন্যান্য খ🥂াবারও পাওয়া যায় সস্তায়। খুলনার খালিশপুরের পৌরসভার মোড়ে দেখা মেলে এই হোটেলের।

এই হোটেলে খাবার খেতে এসে খুশি ক্রেতারাও। আশপাশের মানুষ ছাড়াও দূর-দূরান্ত থেকেও ক্রেতা আসছেন এখানে। অনেকে আবার আসছেন সখের বশে। মূলত এক টাকার পুরির জন্য খুব🗹ই বিখ্যাত পৌরসভা মোড়ের এই হোটেল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই হোটেলে পুরি ১ টাকায়, সিঙ্গারা ২ টাকায𒀰়, পরাটা ৫ টাকায়, ডালভাজি ৫ টাকায় ও চা ৫ টাকায় পাওয়া যায়। এই হোটেলেই সব থেকে বেশি বিক্রি হয় পুরি ও সিঙ্গারা। ভোর ছয়টা থেকে হোটেল খোলা থাকে রাত ১১টা পর্যন্ত। দুপুরে মাত্র দুই ঘণ্টার জন্য বন্ধ থাকে এই হোটেলটি। ক্রেতাদের ভিড় জমে দুপুরে দুই টাকার সিঙ্গারা ও সন্ধ্যায় এক টাকার পুরির জন্য। ক্রেতাদের চাপ বেড়ে গেলে কষ্ট হয় বলে জানিয়েছেন এ হোটেল মালিক আব্দুর রহমান।

 

হোটেল মালিক আব্দুর রহমান সংবাদ প্রকাশকে জানান, তিনি এই হোটেল পরিচালনা করছেন ১০ বছর ধরে। তার বাবা পরিচালনা করছেন প্রায় ৪৮ বছর। বর্তমানে পুরি এক টাকা হলেও ২০💯০৮ সালের আগে পুরি ছিল মাত্র ৫০ পয়সা। প্রতিদিন এই হোটেলে সিঙ্গারা ও পুরি বিক্রি হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার। আব্দুর রহমানের হোটেলে কোনো কর্মচারী নেই। চারজন মিলে এই হোটেলটি পরিচালনা করেন। আব্দুর রহমানের সঙ্গে কাজ করেন তার তিন ভাই।

প্রতিদিনের মত পুরি খেতে এসেছেন সজীব হোসেন। তিনি তার দুই বন্ধুকে সাথে নিয়ে পুরি খেতে বসেছেন। সজীব হোসেনের কাছে এই হোটেল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “খুলনার কোথাও এক টাকার পুরি পাওয়া যায় না। এই পুরি শুধু মাত্র পৌরসভার মোড়েই পাওয়া যায়। আমি যখন প্রথম শ্রেণিতে পড়িꦜ তখন থেকেই এই হোটেলে পুরি খাই। এটা খেতে খুবই সুস্বাদু।”