শার🤪দীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ🌞্রুপের সাধারণ সম্পাদক কুদর-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করౠেন। এর আগে সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়।
কুদর-ই খুদা মিলন বলেন, শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক সরকারি ছুটিসহ টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর সোমবার 🐈সকাল থেকে পুনরায় কার্যক্রম শুর𒁃ু হয়েছে।