এক রাতেই স্বপ্ন শেষ

নাটোর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০২:৪৫ পিএম

অনেক স্বপ্ন নিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ম🌸াছ চাষ করেছিলেন কৃষক রফিক খান ঝরু (৫০)। পুকুরে মাছের পোনা ছাড়া ও🍬 পরিচর্যা বাবদ পাঁচ লাখ টাকা খরচও করেছেন।

শনিবার (৮ অক্টোবর) রাতের কোনো এক সময় তার༒ পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক রাতেই শেষ হয়ে গেছে স্বপ্ন। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার খিদিপুর গ্রামে।

ভুক্তভোগী রফিক উপজেলার উপলশহর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় কৃষক বাদী হয়ে লিখিত অভিযোগ দ🌼িয়েছেন।

রফিকের দাবি, ছয় মাস আগে উপলশহর পূর্বপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ স🎉দস্য আরশেদ আলীর চার বিঘা পুকুর পাঁচ বছরের জন্য পাঁচ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন।

পুকুরে টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। খাবারসহ পরিচর্যা🤪 𝕴বাবদ ইতিমধ্যে পাঁচ লাখ টাকা খরচও হয়েছে তার।

রোববার (৯ অক্টোবর) সকালে পুকুরে গিয়ে মরা মাছ ভাসতে দেখেন। একই ⭕স💙ময় পুকুরের পানিতে বিষযুক্ত দ্রব্যের আলামত দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব মাছ মরে ভেসে ওঠে।

কিছুদিন পরেই মাছ বিক্রির উপযোগী হতো উল্লেখ করে রফিক আরও বলেন, “বিক্রয় করতে পারলে খরচ বাদে দুই লাখ টাকা লাভ হতো। এখন লাভ তো দূরের কথা ঋণ ౠপরিশোধ করব কী করে। 🍨আমি তো কারও ক্ষতি করি নাই। আমার তো কোনো শত্রুতাও নেই। তাহলে কেন এমন কাজ করা হলো।”

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে🍰 আইনান🔴ুগ ব্যবস্থা নেওয়া হবে।