ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

নাটোর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ১১:১৮ এএম

নাটোর♋ের লালপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দীপক কু🥀মার সরকার (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে ဣএ ঘꦰটনা ঘটে।

দীপক কুমার একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে ๊দীপক তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যান। এ সময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে পাতা দিয়ে ঢেকে রাখেন। দীপক যাওয়ার সময় ফাঁদের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত হয়ে গেলেও দীপক বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে জমির পাশে ইঁদুর মারার ফাঁদে তার লাশ দে💦খতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লালপুর থানা𓄧র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ ☂করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।