বরগুনায় ভিমরুলের কাম𒁏ড়ে আট দিন অচেতন ছিল চার বছরের শিশু ঐশ্বর্য। অবশেষে শনিবার (৮ অক্টোবর) দুপুরে তার মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মা এবং অন্যান্য শিশুদের সঙ্গে সে বাড়ির কাছে ঘুড়তে গিয়ে ভীমরুলের কামড়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেল♛া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে তিন দিন চিকিৎসার পরেও তার জ্ঞান ফিরে না আসায় বরিশাল নিয়ে যাওয়া হয়। পরে বরিশাল থেকে ঢাকায় স্থানান্তর 𝓡করা হয়।
ঐশ্বর্যের বাবা গৌতম জানান, ঢাকার চিকিৎসকরা তার সন্তানের কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং আইসিউতে রাখার নির্দেশ দিলে তারা ঐশর্যকে নিয়ে একটি প্রাইভেট🎐 কিডনি হাসপা♏তালে যান। কিন্তু টাকার অভাবে আবার বাড়িতে নিয়ে আসা হয় তাকে।
তিনি আরও জানান, বাড়িতে থাকা অবস্থায় শনিবার সকালে অবনতি দেখে ফের পার্শ্ববর্তী উপজেলা মঠꦰবাড়িয়া হাসপাতাღলে নিয়ে যায় স্বজনেরা। দুপুরে সেখানে ঐশ্বর্য মারা যায়।
ঐশꦐ্বর্যকে হারিয়ে মা মনিকা রানী বাবা গৌতম পাগল প🌃্রায়।