কিশোরের বিয়ে বন্ধ করলেন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৪:০৯ পিএম

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বী পরিবারের অপ্রাপ্তবয়স্ক এক ছেলের বাল্যবিবা♊হ বন্ধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন্নাহার।

বুধবার (৫ অক্টোবর) ঝালকাঠি পৌরসভার বাসপট্টি চেয়ারম্যান কলোনিতে প্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে মাত্র ১৭ বছর বয়সী এক ছেলের অভ🉐িভাবক বিয়ের আয়োজন ক🍷রেন।

বিষয়টি ইউএনওর নজরে এলে ছুটির দিন হলেও তিনি মহ♚িলাবিষয়ক অধি💙দপ্তর জেলা শাখার প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তারকে সঙ্গে ছুটে যান নিয়ে ঘটনাস্থলে।

আরও জানা যায়, ছেলের মা খুব আগ্রহ নিয়ে তার ১৭ বছর বয়সী একমাত্র ছেলের বিয়ের ব্যবস্থা করেছ🦂েন। ছেলের বয়স কম হওয়ায় অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক🐼 হওয়ায় ইউএনও সঙ্গে সঙ্গেই বাল্যবিবাহ বন্ধ করেন।