খুলনার আলোচিত মরিয়ম মান্নানের মা রহিমা বেগম ‘অপহরণ’ মামলায় জামিন পেলেন চ𓂃ার আসামি।
মঙ্গলবার ℱ(৪ অক্টোবর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে তদের জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম কিবর♉িয়া, মো. জুয়েল ও রফিকুল ইসলাম পলাশ। এ মা💎মলার আরও দুই আসামি হেলাল শরীফ ও বেলাল ঘটক বর্তমানে কারাগারে আছেন।
মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কে এম ইকবাল হোসেন তাদের জামিনের বিষয়🌊টি নি🔴শ্চিত করেছেন।
এর আগে ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে পানি আনতে বাড়ি থেকে নিচে নামেন রহিমা বেগম। এরপর আর বাসায় ফেরেননি তিনি। খোঁজ নিতে গিয়ে সন্তানরা মায়ের ব্যবহৃত জুতা, ওড়না ও কলস রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। রাতে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এরপর সাধারণ ডায়েরি ও পরে কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামল𓃲া করেন তার ছোট মেয়ে আদুরি আক্তার। এ মামলা তদন্তকালে পুলিশ ও র্যাব পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে।
এরপর নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর থেকে রহিমা বেগমকে উদ্ধার করে ꦅআইনশৃঙ্খলা বাহিনী।