পঞ্চগড়ে নৌকাডুবি

ইজারাদার ও অদক্ষ মাঝিকে দায়ী করে প্রতিবেদন

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৯:৪৩ পিএম

পঞ্꧂চগড়ের বোদা উপজেলায় মন্দিরে পূজা দিতে গিয়ে করতোয়া নদীতে 💎নৌকা ডুবির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ প্রতিবেদন জমা দিয়েছেন। একই সঙ্গে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

সোমবার (৩ অক্টোবর) রাতে প🐻ঞ্চগড় জেলা প্রশাসক জহু♋রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জহুরুল ইসলাম বলেন, “আমরা তদন্ত প্রতিবেদ🥂ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের কাছে পাঠিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পূর্ণাঙ্গ বিষয়টি হাতে এলে প্রকাশ করা হবে। তবে, বেশ কিছুদিন যাচাইবাছাই করে প্রথামিকভাবে নৌকাডুবির ঘটনায় ইজারাদার এবং অদক্ষ মাঝিকে দায় করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া আরও বেশ কিছু দিক চিহ্নিত করা হয়েছে।”

এদিকে জেলা প্রশাসনের পাশপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত চলমান রয়েছে। সব তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর পূর্ণাঙ্গ বিষয়টি জানা যাবে। তবে প্রতিবেদন নিয়ে এর বেশি বিস্তারিত জানাননি পঞ্চগড় জেলা প্🌞রশাসক।

এর আগে, মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীত💜ে নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটি রোববার (২ অক্🐈টোবর) রাতে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদন জমার বিষয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর র♍ায় জানান, রোববার রাতেই প্রতিবেদন𓃲টি জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। ঘটনার পর থেকে আমরা এ বিষয়ে বিভিন্ন দিক অনুসন্ধান করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন বাকি বিষয়টি জেলা প্রশাসক জানাতে পারবেন।

মহালয়া পূজা উপলক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার আউলিয়ার ঘাটে শতাধিক সনাতনধর্মীদের পুণ্যার্থী নিয়ে একটি নৌকা করতোয়া নদী পাড় হয়ে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি ন𒊎দীর মাঝে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন শিশুসহ তিনজন।

ঘটনার ওইদিনই পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটꦑ দীপঙ্কর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একট♛ি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। রোববার তারা প্রতিবেদন জমা দেন।

এখন পর্যন্ত ৬৯ জনের🀅 মরদেহ উদ্ধারের মধ্যে ৩০ নারী, ১৮ পুরুষ ও ২১ শিশুর মরদেহ রয়েছে। এর মাঝে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার ২ জন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ জন এবং পঞ্চগড় সদর উপজেলার ১ জন রয়েছেন।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া (৪০), বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের কলেজপাড়া গ🎉্রামের সরেন্দ্রনাথ (৬৫) এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানি🧜র (৪) মরদেহ এখনো নিখোঁজ রয়েছে।

অপরদিকে গত ৯ দিন ধরে করতোয়া নদী থেকে মরদেহের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফা🎃য়ার সার্ভিস।