সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতাকর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৮:১৩ পিএম

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি🅷সহ বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) বিকাল ৩টাꦉর দিকে শহরের কাস൲েম প্লাজায় নবগঠিত সাতক্ষীরা পৌর বিএনপির সভা চলাকালে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, পৌর ܫবিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন উল্লেখয🔯োগ্য।

সাতক্ষীরা জেলা যুব𒉰দলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।  

সাতক্ষীরা সদর থানার পরিদꦓর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।