৫ হাজার টাকায় বিক্রি হলো পচা কোরালের পেটি

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৭:৪৮ পিএম

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ১৭ কেজি ও♉জনের একটি কোরাল মাছের পেটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্𒊎দ্রে ওই মাছের পেটিটি বিক্রি করা হয়।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার বলেন, “বঙ্গোপসাগরে ১৭ কেজি ওজনের মৃত একটি কোরাল মাছ পান স্থানীয় জেলে মাইনুদ্দিন। পরে মাছটি বিক্রির করার জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। তবে মাছটি নষ্ট হয়ে যাওয়ায় কোনো পাইকার কেনেননি। পরে ডাকের মাধ্যমে মাছটির পেটিটি ইউসুওফ নামে এক পাইকার পাঁচ হাজার টাকায় কিনে নেন।

পাইকার ইউসুফ বলেন, “এমনিতেই কোরাল মাছের চাহিদা অনেক বেশি। সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। কিন্তু মাছটি পচে হওয়ায় চাহিদা কম। তাই মাছটির পেটিটি কিনে নিয়ে🧸ছি। এ মাছের পেটি বিদেশে রপ্তানি করে ভালো দাম পাওয়া যায়।”

জেলে মাইনুদ্দিন বল🌸েন, “সমুদ্রে ভাসমান অবস্থায় রোববার (২ অক্টোবর♎) রাতে মাছটি পেয়েছি। পরে বিক্রির জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসি। কিন্তু নষ্ট হয়ে যাওয়ায় মাছটি কোনো পাইকার কিনতে আগ্রহ দেখাননি। পরে এর পেটিটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।”