সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিদ্ℱযুৎস্পৃষ্ট হয়ে মিছির আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষলখলা গ্রামের মৃত আক্কল আলীর ছেলে।
সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে 🌃লক্ষলখলা গ্রামে এ🔜 ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষলখলা গ্রামে মিছির আলী তার নিজ ঘরে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘ🉐োষণ🅰া করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ ঘটনার সত্য꧟তা নিশ্চিত করেছেন।