ফ✱রিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়ির ঘরের আড়ার সঙ্গে ববিতা রানী (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শে💞খ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এর আগে রোববার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ববিতা রানী ঘোনাপাড়া গ্র🥃ামের চণ্ডী বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপ𓃲জেলার উজানপুর গ্রামে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হা𒅌বিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।