পূজায় চারদিন আমদানি রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৬:২২ পিএম

দুর্গাপূজায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল♌ দিয়ে টানা চার দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তা𒅌নি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ারꦐ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

কার্ত্তিক চক্রবর্তী বলেন, “শার෴দীয় দুর্গাপূজা উপলক্ষে ২-৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি চালু হবে।”

আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোরꦇ্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।