উপনির্বাচন

প্রথম দিন মনোনয়নপত্র নিলেন ৭ জন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০১:৫৭ পিএম

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের উপনির্বাচনে প্রথম দিনে ৭ জন প্রার্থী আওয়ামী লীগের মনোꦉনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্ট💖েম্বর) ধানমন্ডির আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মেজর আতমা হালিম দুলু, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়কꩲ কাজী আব্দুস সোবহান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মো. ছাব্বির হোসেন।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। নির্বাচন কমিশন সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন কꦿরবেন।

বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম আসনটি শূন্য ঘোষণার গ💛েজেট প্রকাশ করেন।