মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৫:০২ পিএম

নওগাꦛঁর মান্দা উপজেলার চকমনসুব গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ সে🐼প্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত মা কবিজান (৯০) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদিও ছেলে তফিজ ൩উদ্দিন এ অভিযোগ এড়িয়ে গেছেন।

জানা গেছে, ২০১৬ সালের অক্টোবরে ছেলে তফিজ উদ্দিন বিরুদ্ধে মামলা করেন কপিজান। তখন থেকেই ☂মাকে দেখাশোনা করত না ওই ছেলে। এতে মা বাধা দিলে লাঠি দিয়ে পিটান।

আজ দুপুরে মায়ের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান ছেলে। তাতে বাধা দিতে গেলে ছেলে ও পুত্রবধূ মিলে তাকে পিটিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে কপিজান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কপিজানকে তাদের হাত থেকে উদ্ধার করে এলাকা♕বাসী ও তার মেয়ে বিবিজান।

মান্দা থানা ভারপ্রা๊প্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, “এ বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”