নোয়াখালীর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১🐷৪) হত্যার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছেন তার সহপাঠী ও বিভিন্ন💃 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন﷽ তারা। এতে বিপাকে পড়েন সাধারণ জনগণ।
এ সময় শিক্ষার্থীরা খুনি ও ধর্ষক রনির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। স্লোগ🉐ানে তারা বলেন, “আমার বোন কবরে, খুনি কেনো বাহ𓆏িরে। ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই।
বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর নিজ বাড়িতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অদিতাকে গলাকেটে হত্যা করা হয়। নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি (২০💫), ইসরাফিল (১৪) ও তার ভাই সাঈদকে (২০) গ্রেপ্তার করে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে রনি। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল 🎶ম্যাজিস্ট্রেট মো. এমদাদের আদালতে রনির ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।