এক ইলিশের দাম ৭ হাজার টাকা!

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:৪৭ এএম

বরগুনার বিষখালী নদীতে ২ღ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা পৌর মাছ বাজারে ইলিশ খুচরা মৎস্য ব্যবস🀅ায়ী কাছে মা𒈔ছটি বিক্রি হয়।

জানা যায়, শনিবার বিকেলে বিষখালী নদী থেকে স্থানীয় জেলে মো. ওলি মিয়া ౠ২ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ মাছ ধরে বাজারে নিয়ে আসেন। ৭ হাজার ৩৫ টাকায় পাইকারি দরে খুচরা মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

বরগুনা পৌর মা🍸ছ বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো. সেলিম মিয়া সংবাদ প্রকাশকে বলেন, “বিকালে জেলে মো. ওলি মিয়া 𓄧মাছটি বাজারে নিয়ে আসেন। মাছটি নিয়ে আসার ১ ঘণ্টার মধ্যে বিক্রি হইছে।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সংবাদ প্রকাশকে বলেন, “ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধে মৎস্য আহরণে সরকারি নিষেধাজ্ঞা চালুর সুফল হিসেবে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে🧸 দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।”