আসল পুলিশের হাতে নকল পুলিশ আটক

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৬:৪৯ পিএম

ফরিদপুর সদর উপজেলায় আহসান বিশ্বাস ജ(৩২) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা🦩 রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কানাইপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামꦛের রবিউল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় এক ব্যক্তির🌱 মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চেয়ে টাকা দাবি করেন আহসান। নিজেকে তখন সিআইডি পুলিশ দাবি করেন তিনি। ๊এসময় তাদের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আহসানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।