কক্সবাজারের সীমান্তে অভিযান চালিয়ে🐼 ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বের) ভোরে উখিয়া সীমান্তে ও সোমবার (১৯ সেপ্টেম্বের) রাতে টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, মঙ্গলবার উখিয়া সীমান্তের রাজাপඣালং ইউনিয়নের তুলাতলী বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০-🎉সি ব্লকের বাসিন্দা আলী হোসেন, একই ক্যাম্পের এফ-১৪ ব্লকের মো. ইউনুস ও ডি-৮ ব্লকের হোসেন ⭕আহম্মেদ।
মেহেদী হোসাইন কবির বলেন, “বেতবুনিয়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হওয়ার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক ৫ জনকে আসতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্💞যরা ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করেন। তাদের কাছে থেকে ছোট একটি বস্তার ভেতরে পাওয়া যায় ইয়াবা।”
আটকদের ব🌳িরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ ক𝓀র্মকর্তা।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. আ🐷শিক আহমেদ জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ✱সংলগ্ন সমুদ্র এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
আশিক বলেন, “🥃সোমবার মধ্যরাতে সীমান্তের নাফ নদের জলসীমায় কোস্ট গার্ডের একটি দল টহল ꦕদিচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি নৌকা থেকে বস্তাভর্তি কিছু ফেলতে দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। ভাসমান বস্তা উদ্ধার করার পর খুলে পাওয়া যায় ৪২ হাজার ইয়াবা।”