⛎খুলনায় বন্ধুকে বেঁধে রেখে꧑ কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা♔র দিকে নগরীর খালিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে খুলনা মেডিকেল ক🌠লেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মেজবাহ উদ্দীন, একই এলাকার মো.সুজন মোল্লার ছেলে মো. ইমন মোল্লা ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মা﷽হারাজ চৌকিদারের ছেলে শিমুল চৌকিদার।
পুলিশ জানায়, গণধর্ষণের শিকার কিশোরী নগরীর দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। সোমবার সকালে বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হলে🥂 মারুফ তার বন্ধু ও ফুফাতো ভাই মেজবাহকে ফোন দেয়। এরপর ভিকটিমকে নিয়ে বেলা সোয়া ১১টার দিকে ইজিবাইকযোগে দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যান।
এদিকে মেজবাহ তার অপর দুই বন্ধু জয়নাল ও শিমুলকে সঙ্গে নিয়ে খালিশপুর ম🤡দিনাবাগ এলাকার একটি বাড়িতে যান। এ সময় মারুফের কাছে মেজবাহ টাকা দাবি করেন। তার কাছে টাকা না থাকায় তাদের আটকে রেখে উল্লেখিত যুবকরা তার বান্ধবীকে একের পর এক ধর্ষণ করেন। পরে তাদের দুইজনকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. 🧜জাহাঙ্গীর বলেন, “মেজবাহ মারুফের বন্ধু ও ফুফাতো ভাই। মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”