ফুটবল খেলে ইতিহাস গড়লো বাংলাদেশের নারী ফুটবল দল। ১৯ বছরের খরা ক꧙াটিয়ে এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে অপরাজিতা চ্যাম্পিয়ন বাঘিনীরা।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলে তিন খেলোয়াড় আনাই মগিཧনী, আনুচিং মগিনী ও মনিকা চাকমা খাগড়াছড়ির বাসিন্দা। শিরোপা জয়ের আনন্দের বাড়তি ঢেউ লেগেছে পাহাড়ি ওই জেলায়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস তাদের প্রত্যেকের জন্য এক লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে এক 𒅌ক꧃োচকেও দেওয়া হবে এক লাখ টাকা।
জেলা পরিষদের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগেও জেলা প্রশা❀সনের পক্ষ থেকে ওই তিন খেলোয়াড়কে সহযোগিতা করা হয়েছে।