রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি ব্যাংকের ভ𓆏েতর থেকে শামীম মিয়া (২৫) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে ♐পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্♍বর) সকালে অগ্রণী ব্যাংকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়𓃲।
শামীম রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ
এলাকার আমজাদ হোসেনের ছেলে।
ওই ব্যাংকের ব্যবস্থাপক আরিফুল ইসলাম 𒐪জানান, শামীম ১৭ মাস থেকে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে চাকরি করছেন। গত দশদিন আগে তিনি বিয়ে করেছেন। রোববা✱র সকালে শাখার লোকজন ব্যাংকে এসে ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে শামীম শুয়ে আছেন। কাছে গিয়ে দেখা যায়, তার মুখ দিয়ে লালা ঝরছে এবং তিনি মারা গেছেন।
এ ঘটনায় সকাল থেকে ওই ব্যাংকের গ্রাহক সেবাও বন্ধ 🔴রাখা হয়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।
নিহত শামীমের ভাই শরিফুল বলেন, “শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যেতো আর সকালে ব্যাংক♏ে আসত। কিন্তু শনিবার (১৭ সেপ্টেম্বর) সে বাড়𒁃িতে যায়নি। কীভাবে কী হলো আমরা কিছু বুঝতে পারছি না।”
রং𝕴পুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ হোসেন আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা, ♏নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।”