গলায় কই মাছ আটকে প্রাণ গেল কৃষকের

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ১০:২৬ এএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে হাফিজার র🌟হমান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচা🌳গারী গ্রামে এ ঘট🅰না ঘটে। হাফিজার রহমান ওই গ্রামের মৃত আব্দুল জলিল খেওনীর ছেলে।

স্থানীয়রা জানায়, হাফিজার রহমান বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় হাত ✨দিয়ে জাল থেকে মাছ খোলার চেষ্টা করেন। হাত দিয়ে মাছ খুলতে না পেরে মুখ দিয়ে খুলতে শুরু করেন। তখন অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে গিয়ে আটকে যায়। পরে অসু𝔍স্থ অবস্থায় স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মি༒য়া বলেন, “কারেন্ট জাল থেকে মা💜ছ খুলতে গিয়ে গলায় কই মাছ আটকে এক কৃষকের মৃত্যু হয়েছে।”