নওগাঁর পোরশায় সাদিয়া আক্তার (ꦿ৯) নামের এক শি🦩শুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শౠুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাড়ির পাশের একটি পুকুর থেকে তার ভাসমান✨ লাশ উদ্ধার করা হয়।
সা⛎দিয়া আক্তার উপজেলার নিতপুর ইউনিয়নের𒉰 গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের রুবেল হোসেনের মেয়ে।
জ🦄ানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্কুল শেষে সাদিয়া বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে না পাওয়ার এক প𒉰র্যায়ে সাদিয়ার বাবা রাত ১টার দিকে থানায় সাধারণ ডায়েরি করেন।
এ অবস♊্থায় শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের পুকুরে সাদিয়ার লাশ ভাসতে💖 দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় সাদিয়ার বাম কানের লতিতে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে আসল রহস্য উৎঘাটন করা যাবে।