বরগুনা বাঁশতলা বাজারের ব্রিজের ⭕নিচে ভাসমান অবস্থায় মো. সগীর খলিফা (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছ꧙েন পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ তথ্য ꩲসংবাদ প্রকাশকে♕ নিশ্চিত করেন।
নিহত মো. সগীর খলিফা পাথরঘাটা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ খলিফার ছেলে🥀।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মো. সগীর খলিফা মরদেহটি দেখতে পান স্থানীয🌼় মো. ইয়াছিন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পু♈লিশ।
নিহতের ছোট ভাই মো. জলিল খলিফা বলেন, “পূর্ব শত্রুতার জেরে ভাইকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়👍েছিল।”
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, “স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মূল অপরা✅ধীদের আইনের আওতায় আনা হবে।”