যুবদল নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ

সিলেট প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০২:০৬ পিএম
যুবদল নেতা মকসুদ আহমদ

সিলেট জেলা যুবদলের নবনি𓆏র্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও এলাকার বাড়ির🐻 গেট ভেঙে তাকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

মকসুদ আহমদের বাড়ির কেয়ারটেকার ও গাড়িচালক মো. পলাশ জানান, রাত সাড়ে ৩টার দিকে ২০-২৫ জনের একটি দল বাড়ি ঘেরাও করে সামনের গেট খোলার চ💙েষ্টা চালান। তাদের কয়েকজন কালো পোশাকধারী ও কয়েকজন সাদা পোশাকে ছিলেন। তারা সামনের গেট খুলতে না পেরে পরে পেছনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে মকসুদ আহমদকে নিয়ে যান।

মো. পলাশ আরও জানান, ভোর ৪টা ১০ মিনিটের দিকে তারা মকসুদ আহমদকে নিয়ে বাসা থেকে বের হন। তারা তাকে কোথায় নিয়ে গেছেনꦑ, তা বলে যাননি।

দক্ষিণ সুরমা 🙈থানায় যোগাযোগ করলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, গত রাতে মোল্লারগাঁওয়ে তাদের কোনো অভিযান ছিল না। মকসুদ আহমদকে দক্ষিণ সুরমা থানার পুলিশ গ্রেপ্তার করেনি।

শনিবার☂ (১০ সেপ্টেম্বর) সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভো𒆙টের মাধ্যমে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ।