বখাটেদের উৎপাত

পাহারায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছেন ছাত্রীরা

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৯:৩৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়  বখাটেদের উৎপাত তীব্র আকার ধারণ করেছে। মাঝেমধ্যেই স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্যক্তসহ শারীরি🅰কভাবে নির্যাতনের ঘটনা ঘটছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্♔তভোগী দুই শিক্ষার্থীর বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাহেব আলী মৃধার দুই মেয়ে স্কুলের ক্লাস শেষে বাসায় ফিরছিলেন। 🔯এসময় একই ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে আল আমিন ও আব্দুল আলিমের ছেলে মো. আলাউদ্দিনসহ আরও কয়েকজন ওই শিক্ষার্থীদের পথিমধ্যে নানাভাবে উত্ত্যক্তসহ যৌন হয়রানির চেষ্টা চালায়।

প্রতিবাদ করতে💦 গেলে শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতন করে বখাটেরা। পরে ঘটনাটি🐻 কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান বখাটেরা।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদꦓের শাস্তির দাবি জা🦩নিয়েছেন তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।

ছাত্রীদের লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজে𒅌লা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, “অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। স্কুল-কলেজে এ ধরণের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।”

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষ𝔉য়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।